কাতালান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৩০ ইউরোপ

ই-বার্তা ।। কাতালান প্রধান কার্লেস পুর্দজেমন্ত কাতালোনিয়ার পার্লামেন্ট অধিবেশনে আজই স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। গত সপ্তাহে স্পেনের সাংবিধানিক আদালত ওই অধিবেশন স্থগিত ঘোষণা করলেও কাতালান সরকারের পক্ষ থেকে আদেশ মানা, না মানার বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

বার্সেলোনার মেয়র বলেছেন, একটি বিতর্কিত গণভোটের ফলাফলের ওপর ভিত্তি করে স্বাধীনতা ঘোষণা করা অযৌক্তিক। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আলোচনায় আগ্রহ না দেখালেও স্পেনের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে এখনো অনড় ভূমিকায় রয়েছেন পুর্দজেমন্ত।

স্পেনের অখণ্ডতার পক্ষে সোমবার বার্সেলোনায় বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে হাজার হাজার মানুষ। এ সময় স্পেনের পতাকা হাতে নিয়ে ড্রাম বাজিয়ে তারা জাতীয় ঐক্যের পক্ষে স্লোগান দেয়। বিচ্ছিন্নতাবাদীরা স্পেনের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলছে দাবি করে তারা। তারা সরকারের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানায়।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ