রাঙামাটিতে পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড
ই-বার্তা
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার
| বিকাল ০৪:২০
রাজনীতি
ই-বার্তা।। জিয়াউল হক, রাঙামাটি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে।
বুধবার সাকালে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয় পরে জেলা বিএনপির কার্য্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ এনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দিপু বলেন, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে গেলে পুলিশি বাধায় তা পন্ড
হয়ে যায়। পরে আমরা সংগঠনের সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করি। তিনি আরও বলেন, এরকম শান্তিপূর্ণ মিছিলে পুলিশি বাধা ন্যাক্কারজনক বিষয়। এতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক সৌরজিৎ বড়ুয়া জানান, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে বিক্ষোভ মিছিল করতে দেয়া হয়নি। তবে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করছে বিএনপি।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সভাপতি সাফিউল আলম আজম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
পরবর্তী খবর মেট্রোরেলের কাজের অগ্রগতি ১০ থেকে ১২ ভাগ