মেট্রোরেলের কাজের অগ্রগতি ১০ থেকে ১২ ভাগ


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৩৩ রাজনীতি

ই-বার্তা ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ছয় মাসের মধ্যে মেট্রোরেল দৃশ্যমান হবে। মেট্রোরেলের অগ্রগতি এখন পর্যন্ত ১০ থেকে ১২ ভাগ বলেও জানান তিনি।

উত্তরায় মেট্রোরেলের কাজ পরিদর্শন শেষে বুধবার (১১ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

জামায়াতের হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জামায়াতের হরতাল সহিংস রূপ নিলে জবাবও হবে সেরকম। উপযুক্ত জবাব দেয়া হবে- যোগ করেন মন্ত্রী।

তিনি বলেন, তাদের সহিংসতার কোনো পজেটিভ রেজাল্ট নেই।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের কাজ শুরুর পর হলি আর্টিজানের ঘটনা একটু পিছিয়ে দিয়েছে। কিন্তু জাইকার ফান্ডিং বন্ধ হয়নি। কাজ এখন পুরোদমে চলছে। কাজে কোনো গাফিলতি নেই। জাইকার পুরো টিম কাজ করে যাচ্ছে।

পদ্মাসেতুর সঙ্গে তুলনা করে ওবায়দুর কাদের বলেন, পিয়ারের ওপর স্প্যান বসানোর পর পদ্মা সেতু যেভাবে দৃশ্যমান মেট্রোরেলও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে দৃশ্যমান হবে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ