উদ্বোধনী ম্যাচে ৫-১ এর বড় ব্যবধানে জিতেছে ভারত
ই-বার্তা
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৭:০৮
অন্যান্য
ই-বার্তা ।। ভারত এশিয়া কাপ হকি টুর্নামেন্টে শুভসূচনা করেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ বুধবার আসরের উদ্বোধনী ম্যাচে জাপানকে একরকম গুঁড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে তারা জিতেছে ৫-১ গোলে।
ম্যাচের প্রথমার্ধেও ২-১ গোলে এগিয়ে ছিল ভারত। শুধু তাই নয়, তারা পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে। বলা যায় জাপান কোনো রকম পাত্তাই পায়নি। আসরে ফেভারিটের মতোই শুরু করেছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।
ভারত ম্যাচে এগিয়ে যায় দ্বিতীয় মিনিটেই, সুনীল সোমারপতের গোলে। পরের মিনিটে অবশ্য গোলটি সমতায় নিয়ে আসে জাপান। গোলদাতা তানাকা কেন্তা। এরপর ২১ মিনিটে ললিত উপাধা এবং ৩২ মিনিটে রামানদিপ সিং ও ৩৫ মিনিটে হারমানপ্রীত সিং গোল করে ভারতের বড় জয় নিশ্চিত করেন।
আগের খবর বাংলাদেশে পর্দা উঠল এশিয়া কাপের
পরবর্তী খবর শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ আজ মাঠে নামছে