শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ আজ মাঠে নামছে
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৩:৫৪
অন্যান্য
ই-বার্তা ।। বাংলাদেশ হকি ফেডারেশন ৩২ বছর পর এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে বাংলাদেশের খেলোয়াড়রা দেখাতে পারেনি তাদের চমক। গত বুধবার (১১ অক্টোবর) ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পাকিস্থানের বিপক্ষে নেমে ৭-০ গোলের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে।
শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে জিমি-চয়নরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্টেডিয়ামে বিদ্যুৎ ছিলো না যার ফলে নীল টার্ফে পানিও দেয়া সম্ভব হয়নি। তাই অনুশীলন করতে পারেনি বাংলাদেশ হকি দল।
যে ৮টি দল এশিয়া কাপ হকিতে রয়েছে সেখানে সবচেয়ে এগিয়ে আছে ভারত। বিশ্ব র্যাং কিং তাদের অবস্থান ৬। বাংলাদেশের ৩৪ । র্যাং কিং এ ১৪ নম্বরে থাকা পাকিস্তানের কাছেই লজ্জাজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। এখন ভারতের বিপক্ষে কি করে সেটাই দেখার অপেক্ষা হকি প্রেমিরা।