শাসন ব্যবস্থা এক মাত্রিক করেছে সরকারঃ রিজভী
ই-বার্তা
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:২০
রাজনীতি
ই-বার্তা ।। বিএনপি ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সাথে সংলাপে যেতে চলমান দাবি দাওয়াসহ বেশ কিছু দাবি সম্বলিত খসড়া প্রস্তুত করেছে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এক মাত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকার নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
এ সময় তিনি বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে সংলাপের সেখানে জন্য যাবে। চলমান দাবিদাবা এর আগে আমরা বলেছি। সেগুলো তো থাকবেই আরো সুনির্দিষ্টভাবে যে প্রস্তাবগুলো আমরা করবো সেগুলো সিনিয়র নেতৃবৃন্দ ঠিক করছে।