স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ অক্টোবর রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যাচ্ছেন
ই-বার্তা
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:২৪
রাজনীতি
ই-বার্তা ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনার জন্য আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাবেন।
সচিবালয়ে বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাব। ফিরব ২৫ অক্টোবর। মিয়ানমার সফরে রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া সফরে অন্য অমীমাংসিত বিষয় নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রীর আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার উন্নয়ন হবে।
পরবর্তী খবর খালেদা জিয়া দেশে ফিরছেন ২২ অক্টোবর