ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হলো বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
ই-র্বাতা
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০২:১১
কলেজ
বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষায় ডিজিটাল রুপদানে দেশব্যাপি নেটিজেন আইটি লিঃ ও বিজয় একত্রে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বাগেরহাটের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করলো বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়।
নেটিজেন আইটি লিঃ এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমীনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন হোসেন, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, নেটিজেন আইটি লিঃ এর বাগেরহাট জেলা প্রতিনিধি নেওয়াজ শরীফ মুন্না, সবুজ মোল্লা, সাইফুল ইসলাম পাপ্পি।
অনুষ্ঠানে বক্তারা নেটিজেন আইটি লিঃ এর এডুম্যান সফটওয়্যার এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
পরবর্তী খবর এইচএসসির পরিক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল