সাত খুন মামলার আসামির আত্নসমার্পন
ই-র্বাতা
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৪:০৯
অপরাধ
নারায়ণগঞ্জের সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন (৪৬) আজ আদালতে আত্মসমর্পণ করেছেন।
পিপি ওয়াজেদ আলী খোকন জানান, জামাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জামাল এ মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী বলে পরিচিত এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
গত ২০১৫ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ মেলে।
এ ঘটনায় চলতি বছরের ১৬ জানুয়ারি র্যানব-১১-এর সাবেক তিন কর্মকর্তা ও নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।
রায় ঘোষণার সময় র্যা বের ৮ জনসহ ১২ আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে পরে গ্রেপ্তার করা হয়। আত্মসর্মপণ করেন আরও কয়েকজন। বর্তমানে সাজাপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।
আগের খবর তিন জঙ্গির ফাঁসি কার্যকর
পরবর্তী খবর রিশা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৮ মে