রিশা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৮ মে
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার
| বিকাল ০৩:০৬
অপরাধ
ই-বার্তা প্রতিবেদক।। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার একমাত্র আসামি ওবায়দুল খানের বিরুদ্ধে বিচারকাজ শুরু করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবুল কাশেম আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রিশার মা তানিয়া হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান গত ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে রিশা রাস্তার ওপারে যাওয়ার জন্য ওভারব্রিজে উঠলে ব্রিজের মাঝামাঝিতে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রিশাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়।
একটি দরজির দোকানের কর্মচারী ওবায়দুল রিশাকে মুঠোফোনে উত্ত্যক্ত করতেন। বিষয়টি জানতে পেরে রিশার মা মুঠোফোন নম্বরটি বন্ধ করে দেন। এরপর থেকে ওবায়দুল স্কুলের সামনে রিশাকে উত্ত্যক্ত করতে থাকে।
আগের খবর সাত খুন মামলার আসামির আত্নসমার্পন
পরবর্তী খবর সাপের বিষ সহ আটক পাঁচজন