গেইল ঝড় থাকবে বিপিএলের পুরোটা সময়


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:১২ ক্রিকেট

ই-বার্তা ।। গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচে ক্রিস গেইলের খেলার কথা ছিল না বিপিএলের পঞ্চম আসরের। একই সময়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; ক্যারিবিয়ান তারকার যেখানে খেলার কথা ছিল। তবে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ায় আসন্ন বিপিএলের পুরোটা সময় গেইলকে পাবে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ এটি নিশ্চিত করেছেন।

বিপিএলে রংপুরের হয়ে চারটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন গেইল। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ স্থগিত হয়ে যাওয়ায় লাভ হলো রংপুর এবং বিপিএলের অন্যান্য দলগুলোর। একইসঙ্গে বিপিএলের সমর্থকদেরও। আসন্ন টুর্নামেন্টে বিদেশের তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটি কেটে গেছে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে গেইলের চাহিদা আকাশচুম্বী। এখন পর্যন্ত ৩০৯টি টি-টোয়েন্টিতে ১০,৫৭১ রান করেছেন
তিনি। বিপিএলে তিনটিসহ স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ১৮টি সেঞ্চুরি করেন গেইল।

বিপিএলে গেইল অবশ্য পরিচিত মুখই। টুর্নামেন্টের প্রথম দুই আসরে যথাক্রমে বরিশাল বার্নার্স এবং ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেন তিনি। গত দুই আসরে মাঠ মাতান বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের হয়ে। আগের চার আসরের একবারও টুর্নামেন্টের পুরোটা সময় খেলতে পারেননি গেইল। তবে এবার হয়তো গেইলকে পুরোটা সময়ই পারে রংপুর রাইডার্স ও বিপিএল।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ