মোস্তাফিজের পরিবর্তে শফিউল, ফিরবেন তামিম
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৫:১৭
ক্রিকেট
ই-বার্তা।। অনুশীলনের সময় চোট পাওয়ায় মোস্তাফিজ প্রোটিয়াদের বিপক্ষে আর ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম। এদিকে ইনজুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডে দলে ফিরবেন তামিম।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না
থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। এবার বাঁহাতি এই পেসারের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল ইসলাম।
ঊরুর পেশির চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে না পারা তামিম দ্বিতীয় ওয়ানডে খেলবেন বলেও জানান মিনহাজুল আবেদিন।
আগের খবর গেইল ঝড় থাকবে বিপিএলের পুরোটা সময়
পরবর্তী খবর পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করেছে থারাঙ্গা