ব্লু হোয়োল সার্চে দ্বিতীয় বাংলাদেশ
ই-বার্তা
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| সন্ধ্যা ০৬:৪১
অন্যান্য
ই-বার্তা ।। ব্লু হোয়েল গেম নিয়ে নানা রকম জল্পনা-কল্পনা, আর হাজারো ভুল তথ্য ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর দিকে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে।
সম্প্রতি গুগল ট্রেন্ডিং রিপোর্টে দেখা যায় যে ব্লু-হোয়েল শব্দটি সার্চ টার্মে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে পাকিস্তানে। আর এরপরেই অবস্থান বাংলাদেশর।
ব্লু হোয়েল খোঁজায় বাংলাদেশের পরেই অবস্থান করছে ভারত, ইতালি ও শ্রীলঙ্কা। গুগলের গ্রাফ চিত্রে দেখা গেছে এই শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এবছরই ১৪ থেকে ২০ মে এর মধ্যে।
কিন্তু ব্লু হোয়েল চ্যালেঞ্জ কোন অ্যাপ নয়। ডাউনলোড করা যায় এমন কোন গেম নয়। অথবা স্যোশাল মিডিয়াতে থাকা কোনো গ্রুপও নয়। এটা দুজন ব্যক্তির মধ্যে আলাপচারিতা মাত্র। যাদের একজন খেলোয়ার এবং অপরজন এডমিন বা কিউরেটর। এই আলাপচারিতা হতে পারে অন্তর্জালের যেকোন জায়গায়।
সূত্র: গুগল ট্রেন্ডিং
পরবর্তী খবর আছড়ে পড়তে যাচ্ছে চীনের মহাকাশ স্টেশন