ম্যাককালামকেও দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:২৮ ক্রিকেট

ই-বার্তা ।। রংপুর রাইডার্স একের পর এক তারকাদের দলে ভেড়াচ্ছে। টি-টোয়েন্টির অন্যতম বিজ্ঞাপন এবং নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুরের হয়ে মাঠ মাতাবেন ম্যাককালাম।

বিপিএলের পঞ্চম আসর আগামী ৪ নভেম্বর শুরু হবে। অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই ম্যাককালামকে পাচ্ছে না রংপুর। বিপিএল শুরুর প্রায় দেড় ঘণ্টা পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

ম্যাককালামকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, আমরা ম্যাককালামের সাইনিং নিশ্চিত করছি। সে ১৫ নভেম্বর থেকে দলের সঙ্গে যুক্ত হবে। যদি সব ঠিকঠাক থাকে তবে সে আমাদের দলের হয়ে ৯ ম্যাচ খেলবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ