আবারও ভারতকে টপকে ওয়ানডের শীর্ষে দক্ষিণ আফ্রিকা


ই-বার্তা প্রকাশিত: ২০শে অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:৩৪ ক্রিকেট

ই-বার্তা।। টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর এ জয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাং ঙ্কিংয়ে ভারতকে টপকে আবারও শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়া দলটি।

সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে র্যাং ঙ্কিংয়ের শীর্ষ স্থানটি দখলে নিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ৬২৪৪ পয়েন্ট নিয়ে র্যাং ঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ৫৯৯৩।

এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং ৯২।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ