সিরিয়ায় আইএস ঘাঁটি থেকে ইসরায়েল, ন্যাটোর অস্ত্র উদ্ধার


ই-বার্তা প্রকাশিত: ২০শে অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৪৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তাভ।। সিরিয়ার দেইর আল-জাওর প্রদেশে আইএসের ঘাঁটি থেকে ইসরায়েলের তৈরি ব্যাপক অস্ত্র-গোলাবারুদ উদ্ধার দেশটির সেনাবাহিনী। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহরটি ইসলামিক স্টেট(আইএস)’র দখল থেকে মুক্ত করার পর এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

একজন ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। ইসরায়েলের তৈরি মধ্যম, ভারি এবং হালকা অস্ত্রের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলো এবং ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্রও উদ্ধার করা হয়।

সিরিয়ার ফিল্ড কমান্ডার জানান, মর্টার, গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। এ ছাড়া, ন্যাটোর ৪০ কিমি পাল্লার একটি ১৫৫ এমএম ভারি কামান পাওয়া গেছে।

সিরিয়ার সন্ত্রাসীদের আস্তানা থেকে এর আগেও ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। পূর্বাঞ্চলীয় প্রদেশে হোমসের জিব আল-জারেহ অঞ্চল থেকে কয়েকদিন আগেই ব্যাপক পরিমাণে গোলাবারুদসহ ইসরায়েলি কামান উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ