আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৭২
ই-বার্তা
প্রকাশিত: ২১শে অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৩:৩০
মধ্যপ্রাচ্য
ই-বার্তা।। আফগানিস্তানে পৃথক দুই মসজিদে সংঘটিত শুক্রবারের হামলায় সবশেষ অন্তত ৭২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে সংঘটিত ওই দুই আত্মঘাতী কর্মকাণ্ডে এখনও কেউ দায় স্বীকার করেনি। ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুল পুলিশের মুখপাত্র আবদুল বশির মুজাহিদ জানান, রাজধানীর পশ্চিমাংশে দাশ্ত-ই-বারচি এলাকায় গতকাল মাগরিবের নামাজের সময় প্রথম হামলাটি হয় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে। হামলাকারী মসজিদে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৩৯ জন নিহত হন। আহত হন ৪৫ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, তিনি মসজিদের শৌচাগারে ছিলেন। এমন সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে মসজিদের মূল প্রাঙ্গণে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখেন তিনি।
অন্য হামলাটি হয়েছে দেশটির মধ্যাঞ্চলের ঘোর প্রদেশে সুন্নি সম্প্রদায়ের একটি মসজিদে। এতে নিহত হন অন্তত ৩৩ জন। আহত হয়েছেন ১০ জনের বেশি। আঞ্চলিক গভর্নর মহসিন দানিশায়ার জানান, স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কমান্ডারই সম্ভবত এই হামলার লক্ষ্য ছিলেন। বিস্ফোরণে তিনিও নিহত হয়েছেন।
এখনও কেউ দুই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুল ও অন্যান্য প্রদেশের শিয়া মসজিদে হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে।
সূত্র: রয়টার্স
আগের খবর মিসরে জঙ্গি হামলায় নিহত ৬৮
পরবর্তী খবর ইরাকের কুর্দি নেতাকে পদত্যাগের আহ্বান