রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতাবেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট
ই-বার্তা
প্রকাশিত: ২১শে অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৪:১০
ক্রিকেট
ই-বার্তা।। বিপিএলের পঞ্চম আসরের জন্য ইংলিশ তারকা ক্রিকেটার লুক রাইটকে দলে ভিড়িয়েছে এবারের আসরের অন্যতম জনপ্রিয় দল রাজশাহী কিংস। সম্প্রতি নিজেদের ফেসবুক পেইজে লুক রাইটের দলে অন্তর্ভুক্তির ব্যাপারে নিশ্চিত করে রাজশাহী কিংস।
সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে লুক রাইটের জুড়ি মেলা ভার। ১৪৫ স্ট্রাইকরেটে টি-২০ ফরম্যাটে লুক রাইটের নামের পাশে আছে ৭টি শতক, ৩২টি অর্ধশতক এবং ৭৯ উইকেট। দুর্দান্ত আউটফিল্ডার হিসেবে খ্যাতি পাওয়া লুক রাইটের ঝুলিতে আছে ৯১টি ক্যাচও।
আবাহনী, ঢাকা গ্ল্যাডিয়েটরসে খেলে যাওয়া রাইট উপমাহাদেশের কন্ডিশন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহালও বটে।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে বাদ পড়েছে বরিশাল বুলস, নতুন দল হিসেবে দেখা যাবে সিলেট সিক্সার্সকে।
পরবর্তী খবর মাশরাফির হাফসেঞ্চুরি