মাশরাফির হাফসেঞ্চুরি


ই-বার্তা প্রকাশিত: ২২শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:১৪ ক্রিকেট

ই-বার্তা ।। মাশরাফি বিন মুর্তজা অসাধারণ এক রেকর্ড গড়লেন। হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে এই ডানহাতি পেসার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার মুখোমুখি হয় বাংলদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে টস করতে নামার মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার হাফসেঞ্চুরি পূর্ণ হবে মাশরাফির। মাইলফলক ম্যাচে অবশ্য টসে হেরে যান ম্যাশ।

এর আগে বাংলাদেশকে দুজন ৫০ কিংবা ততোধিক ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। তালিকায় সবার ওপরে থাকা হাবিবুল বাশার সুমন জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৯টি ম্যাচে। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ খেলে ৫০টি ম্যাচ। রোববারই সাকিবকে ছুঁয়ে ফেলেন মাশরাফি।

২০০৯ সালে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মাশরাফি। তবে ইনজুরির কারণে ওয়ানডেতে দলকে সেবার নেতৃত্ব দেয়া হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে নড়াইল এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১০ সালে। মাঝপথে মাশরাফি ইনজুরিতে পড়লে মুশফিকের হাতে নেতৃত্বের বাহুবন্ধনী ওঠে। ২০১৪ সালে ফের অধিনায়কত্ব ফিরে পান মাশরাফি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ