হাসপাতালে অভিযান চালিয়ে ২১০০ ইয়াবাসহ আটক ৩
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| দুপুর ১২:০২
সিলেট
ই-বার্তা।। হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট হাসপাতালে অভিযানে চালিয়ে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় হাসপাতালের কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন- মাধবপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী উপজেলার আলীনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮), একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে আজিজ মিয়া (২৮) ও মৃত আশু মিয়ার ছেলে রকিবুল আলম (৩২)।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই হাসাপাতালে অভিযান চালায় র্যা ব। অভিযানকালে হাসপাতালের ৩য় তলা থেকে ২১০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের হাতে হস্তান্তর করা হবে।
পরবর্তী খবর পাহাড়ি ঢলে বাংলাদেশের ৩৫ গ্রাম প্লাবিত