পাহাড়ি ঢলে বাংলাদেশের ৩৫ গ্রাম প্লাবিত


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৬:৩২ সিলেট

ই-বার্তা ।। মৌলভীবাজারের মনু নদীর পানি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়ে ৩৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে বহু ঘর-বাড়ি, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

এছাড়া নষ্ট হয়ে গেছে কয়েক হাজার জমির ফসল। শীঘ্রই তাদের ত্রাণ সহায়তা দেয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রাজনগর উপজেলার কালাইকোনা এলাকায় রোববার রাতে মনু নদী প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানের ৯৫ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দেয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করলেও পানির তোড়ে সোমবার ভোরে কামারচাক ইউনিয়নের ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এসময় পানি ঢুকে নষ্ট হয়ে যায় কয়েক হাজার জমির ফসল।

এদিকে, বাড়ি-ঘর পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সময়মতো বাঁধটির মেরামত না করায় আবারো বাঁধটি ভেঙ্গে গেছে।

এদিকে, পানিবন্দিদের ত্রাণ সহায়তার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে রোববার পানির তোড়ে কুলাউড়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়।

সর্বশেষ সংবাদ

সিলেট এর আরও সংবাদ