কোহলির সামনে এখন শচীন
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| দুপুর ০১:৩৬
ক্রিকেট
ই-বার্তা।।মুম্বাইয়ে অক্টোবরের প্রচণ্ড গরমও আটকাতে পারেনি কোহলিকে। ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় নিজের ২০০তম ম্যাচে ৩১তম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে গেলেন বিরাট।
২০০ ম্যাচে আর কারও ৩১ ওয়ানডে সেঞ্চুরি নেই। এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা ১৫৮ ম্যাচে যথাক্রমে ২৪ এবং ২৬ ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়েছেন।
২০০ ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়ার খানিকটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন কোহলি। ২৯ ও ৮৮ রানে দু’দুবার ‘জীবন’ পান ভারত অধিনায়ক। ওয়ানডে ইতিহাসে সেঞ্চুরি সংখ্যায় এখন এককভাবে দুইয়ে কোহলি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার মুম্বাইয়ে ১২১ রান করেন কোহলি। ওয়ানডেতে ৩১তম সেঞ্চুরি হাঁকিয়ে ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে। গত সেপ্টেম্বরে শ্রীলংকায় সেঞ্চুরি করে ছুঁয়েছিলেন পন্টিংকে।
কোহলির সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার, (৪৯ সেঞ্চুরি)। ৩৭৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি পন্টিংয়ের। কোহলি ছাড়িয়ে গেলেন ২০০ ম্যাচে, ১৯২ ইনিংসে। টেন্ডুলকার ৩১তম সেঞ্চুরি করেছিলেন ২৭৯তম ম্যাচে, ২৭১ ইনিংসে। কোহলির ৩১টি সেঞ্চুরি হয়ে গেল টেন্ডুলকারের চেয়ে ৭৯ ইনিংস কম খেলে।
২০০তম ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি এর আগে ছিল শুধু একজনের, এবি ডি ভিলিয়ার্স। ২০০ ওয়ানডে শেষে রান, সেঞ্চুরি, ব্যাটিং গড়- তিনটিতেই ওয়ানডে ইতিহাসের শীর্ষে কোহলি। রান করেছেন আট হাজার ৮৮৮। সেঞ্চুরি ৩১টি। গড় ৫৫.৫৫।
আগের খবর টি-টোয়েন্টি সিরিজে নেই ডু প্লেসিস
পরবর্তী খবর ভারতের টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ