ভারতের টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার
| বিকাল ০৪:২১
ক্রিকেট
ই-বার্তা ।। হায়দরাবাদের পেসার মোহাম্মদ সিরাজ এবং মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। সোমবার দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। সিরাজ ও শ্রেয়াস দুজনই ভারতের জার্সিতে অভিষেকের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন।
নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। আশিষ নেহরা শুরু প্রথম ম্যাচের দলে জায়গা করে নিয়েছেন। সেটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে নেহরার শেষ ম্যাচ।
ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মনীষ পান্ডে, শ্রেয়াস আয়ার, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যোবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আশিষ নেহরা (শুধু প্রথম ম্যাচের জন্য)।
আগের খবর কোহলির সামনে এখন শচীন
পরবর্তী খবর বিপিএল এর টাইটেল স্পন্সর শাহ সিমেন্ট