ইরান থেকে তেল আমদানিতে দক্ষিণ কোরিয়ার রেকর্ড
ই-বার্তা
প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০১৭, শনিবার
| সন্ধ্যা ০৭:২৬
মধ্যপ্রাচ্য
ইরান থেকে দক্ষিণ কোরিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মার্চ মাসে নতুন রেকর্ড করেছে। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটি ইরান থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ তেল আমদানি করেছে।
এছাড়া, সৌদি আরব থেকে দেশটির তেল আমদানি কমেছে।সিউল থেকে আজ(শনিবার) প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য থেকে এটি জানা গেছে। এতে আরো দেখা গেছে, এক বছর আগে তেল দক্ষিণ কোরিয়ায় তেল রফতানির ক্ষেত্রে পঞ্চম অবস্থানে ছিল ইরান। কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ইরান।
দক্ষিণ কোরিয়া মার্চে দৈনিক ৫,৩৪,৩৬৮ ব্যারেল তেল ইরান থেকে আমদানি করেছে। এদিকে, একই মাসে সৌদি আরব থেকে দেশটির তেল আমদানির পরিমাণ ২.৬ শতাংশ কমেছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে দেশটি থেকে দক্ষিণ কোরিয়ায় তেল আমদানি ১০ শতাংশ কমেছে।
সূত্র পার্স টুডে
আগের খবর সিরিয়ায় রাশিয়ার ২ সেনা নিহত
পরবর্তী খবর মধ্যপ্রাচ্যে গোপন ঘাঁটি মেরামত করছে আমেরিকা