২-০ তে লিড বাংলাদেশের


ই-বার্তা প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪০ ক্রিকেট

ই-বার্তা ।। বাংলাদেশ ‘এ’ দল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে। মঙ্গলবার আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে নাজমুল হোসেন শান্ত’র দল। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে লিড নিল বাংলাদেশ।

কক্সবাজারের শেক কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৫.৪ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৬২ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজের তৃতীয় ম্যাচটি শনিবার মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ