ক্যাসিনোতে বাংলাদেশি ক্রিকেটার!


ই-বার্তা প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৫৩ ক্রিকেট

ই-বার্তা ।। টাইগার শিবির ছন্দহারা, বোলিং-ব্যাটিংয়ে তালগোল অবস্থা; আর এসবের খেসারতে হেরেছে দল। এর পরেও ক্যাসিনোপাড়ায় বাংলাদেশি ক্রিকেটারদের দেখা মেলে।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৩-০-তে হোয়াইট হোয়াশ হওয়ার রাতের এ ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

অভিযোগ উঠেছে, ৩-০ ব্যবধানে সিরিজ হারার কয়েক ঘণ্টা পরেই তাসকিন, শফিউল ও নাসির হোসেনের দেখা মেলে পূর্ব লন্ডনের একটি ক্যাসিনোতে। ওই রাতে নাকি তারা হোটেলেও ফিরেছেন টিম ম্যানেজমেন্টের নির্ধারিত সময়ের পরে।

টিম ম্যানেজমেন্ট অবশ্য জানিয়েছে, তারা নির্ধারিত সময়ে হোটেলে ফিরেছে। তাই এতে কোনো শৃংখলা ভঙ্গের ঘটনা ঘটেনি।

গণমাধ্যমে ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকা মিনহাজুল বলেন, আমি তো ওদের জিজ্ঞেস করে জানলাম, ওখানে এই মলে ডিনার করতে গিয়েছিল। সেখানে যদি ক্যাসিনো থাকে, ওখান দিয়ে তো যেতেই পারে। তবে আমাকে ওরা বলেছে, জুয়া খেলার মতো কিছু করেনি। আর সেখানে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, রাবাদারা ছিল। তাদের সঙ্গে আড্ডা মেরেছে ওরা।

অভিযুক্ত তিন ক্রিকেটারই চলতি সিরিজে খুব বাজে পারফরম্যান্স করেছেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ