ইরানে পরমাণু বিজ্ঞানী হত্যার তথ্য পাচারে মোসাদের গুপ্তচরের ফাঁসি


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫৪ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে গুপ্তহত্যায় তথ্য সরবরাহের সঙ্গে জড়িত ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের এক গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান।

তেহরানের সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দৌলতাবাদী মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

আব্বাস জাফারি দৌলতাবাদীর বরাত দিয়ে খবরে বলা হয়, ওই গুপ্তচর বিভিন্ন সময়ে মোসাদের আট ব্যক্তির কাছে ইরানের গুরুত্বপূর্ণ ৩০ ব্যক্তির গোপন তথ্য ফাঁস করেছেন।

এদের মধ্যে ইরানের পরমাণু ও সামরিক প্রতিষ্ঠানে কাজ করছেন এমন ব্যক্তিও রয়েছেন।

২০১০ সালে গুপ্তহত্যার শিকার পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজিদ শাহরিয়ারের নামও রয়েছে।

টাকার বিনিময়ে ওই গুপ্তচর মোসাদকে এসব তথ্য সরবরাহ করেছেন। তা ছাড়া সুইডেনে আবাসিক বাড়িও নিয়েছেন ওই গুপ্তচর। এর বেশি কিছু জানাননি আব্বাস জাফারি দৌলতাবাদী।
সূত্র: টাইমস অব ইসরাইল

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ