১১ দেশ বাদে আবারো শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার
| বিকাল ০৪:০১
আমেরিকা
ই-বার্তা।। যুক্তরাষ্ট্র ১২০ দিন বন্ধ রাখার পর আবারো শরণার্থী নেয়া শুরু করতে যাচ্ছে। তবে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ১১টি দেশ থেকে শরণার্থীদের নেয়া হবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদের অধিকাংশই মুসলিম অধ্যুষিত দেশ।
নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। গত জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেয়া এক সিদ্ধান্তের পর এক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থী বিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানান, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।