সহিংসতা বন্ধে মিয়ানমারের সেনাপ্রধানকে টিলারসনের ফোন


ই-বার্তা প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৪৫ আমেরিকা

ই-বার্তা ।। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংকে ফোন করে রাখাইন রাজ্যে অব্যাহত মানবিক সংকট ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নয়ার্ট এক বিবৃতিতে এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন টিলারসন। এ সময় তিনি রাখাইন রাজ্যের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেখানে সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমারের সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট পুলিশের বেশ কিছু চৌকিতে হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে তাদের দমনের নামে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। এই অভিযান শুরুর পর সেখান থেকে দলে দলে পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাখাইনে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর ছয় লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ