৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাঁচ হাজারের বেশি উত্তীর্ণ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:২৭ অন্যান্য

ই-বার্তা ।। সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় পাঁচ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। চলতি বছরের ২৩ মে এই পরীক্ষা শেষ হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পিএসসির নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

গত ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ওই পরীক্ষায় অংশ নেন দুই লাখেরও বেশি পরীক্ষার্থী। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন আট হাজার ৫২৩ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ