রাশিয়া বিশ্বকাপে আইএস হামলার হুমকি
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৭:৫৮
ইউরোপ
ই-বার্তা ।। আইএস সমর্থক একটি মিডিয়া গ্রুপ রাশিয়ায় আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে জাঁকজমপূর্ণ ক্রীড়ানুষ্ঠান ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে। আয়োজনের সাত মাস আগেই এই হামলার হুমকি দিয়েছে তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ‘ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন’ নামে ওই গ্রুপটির পক্ষ থেকে হুমকি দিয়ে একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটিতে ‘কারাবন্দি রক্ত-কান্নারত লিওনেল মেসি’র একটি ছবি দেখা যায়।
সাইট ইন্টিলিজেন্স গ্রুপ নামে একটি থিংক ট্যাংকের নজরে আসে পোস্টারটি। তারা জানায়, ওই পোস্টারে ইংরেজি ও আরবিতে লেখা হয়েছে—‘তোমরা এমন এক খেলাফতের বিরুদ্ধে লড়ছো, যার অভিধানে ব্যর্থতা নেই।’
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে হামলার হুমকি দিয়ে এবারই প্রথম এই পোস্টার প্রকাশ হলো না। আগামী জুনে মস্কোয় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে আক্রমণের হুমকি দিয়ে এর আগেও এ ধরনের পোস্টার ছাপা হয়। শেষবার প্রকাশিত একটি পোস্টারে রাশিয়া বিশ্বকাপের লোগো বিস্ফোরিত হওয়ার ছবির পাশে লেখা দেখা যায়, ‘আমরাই থাকতে চাই লড়াইয়ের ময়দানে’, ‘আমাদের যোদ্ধারা তোমাদের পুড়ে ছারখার করে দেবে, শুধু অপেক্ষা করো।’
আগের খবর রাশিয়াকে আইএসএর কনডম বোমার হুমকি
পরবর্তী খবর যৌন হয়রানির শিকার ৭৯ শতাংশ পুরুষ