স্বাধীনতার ঘোষণা নিয়ে কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে বিতর্ক
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার
| বিকাল ০৫:৩২
ইউরোপ
ই-বার্তা ।। সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে কাতালুনিয়ার স্বাধীনতা ইস্যুতে। স্পেনের সিনেট স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সরাসরি কেন্দ্রের শাসন জারি করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছে। কাতালান প্রেসিডেন্টকে বরখাস্ত করার পদক্ষেপও রয়েছে এর মধ্যে। এদিকে, সম্ভাব্য স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক চলছে কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে।
গত মাসে কাতালুনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের পর থেকেই মুখোমুখি অবস্থানে কেন্দ্র ও আঞ্চলিক সরকার। কাতালান প্রেসিডেন্ট কারলেস পুজদেমন স্বাধীনতার ঘোষণাপত্রে সই করলেও, সরে আসেন আনুষ্ঠানিক ঘোষণা থেকে। অচলাবস্থা কাটাতে মাদ্রিদকে আলোচনার প্রস্তাব দেয় কাতালান প্রেসিডেন্ট। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার হুঁশিয়ারি দেয় কেন্দ্র সরকার।
এরই ধারাবাহিকতায় কাতালুনিয়ার স্বায়ত্তশাসন খর্ব করে জরুরি পদক্ষেপ নিতে যাচ্ছে মাদ্রিদ। সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ সক্রিয় করার মাধ্যমে কাতালান প্রেসিডেন্ট কারলেস পুজদেমন সহ স্বাধীনতা পন্থীদের বরখাস্ত করার পরিকল্পনা করছে কেন্দ্র। এর আওতায় নতুন নির্বাচনের পাশাপাশি, কাতালুনিয়ার অর্থনীতি, পুলিশ ও গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেবে কেন্দ্র সরকার।
আগের খবর যৌন হয়রানির শিকার ৭৯ শতাংশ পুরুষ
পরবর্তী খবর ইউরোপ ও আমেরিকাকে পাশে পাচ্ছে না কাতালোনিয়া