খুলে গেল মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনের দরজা


ই-বার্তা প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২৫ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। আজ রবিবার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং প্রদর্শনের লক্ষ্য নিয়ে গড়ে তোলা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ও স্থায়ী ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয় তলার এই ভবনটি নির্মাণ ব্যয় বহন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। প্রায় সাত বছর ধরে বাস্তবায়ন করা হল এই ভবন নির্মাণ।
অনুষ্ঠানের বক্তৃতা প্রদাণের সময় স্থায়ী এই জাদুঘর নির্মাণের অনেক পেছনের গল্প উঠে আসে। এই ভবনটি মানুষের অনুদানের টাকায় নির্মিত হয়েছে। প্রতিটি ব্যাংকের পাশাপাশি অনেক ব্যক্তিগত অনুদান এসেছে বলে জানা যায়। জাদুঘর নির্মাণের জন্য প্রতীকী বিক্রি করা হয়েছে প্রতিটি ১০ হাজার টাকায়। এছাড়া শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়েও অনুদান দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই ইতিহাসগুলো এখানে থাকুক, স্মৃতিচিহ্নতগুলো চির জাগ্রত থাকুক। মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে”।
মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ ২১ হাজার দলিল সংগ্রহ করে প্রদর্শনের ব্যবস্থা করেছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ছবি ও অন্যান্য স্মারক দলিল। আগামীকাল সোমবার থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে এই মুক্তিযুদ্ধ জাদুঘর।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ