নির্মান ব্যয় বাড়ল ১০৮ কোটি টাকা


ই-র্বাতা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ১২:২১ রাজধানী

নকশা পরিবর্তন ও অতিরিক্ত কাজের মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় আবারো বাড়ানো হয়েছে।

এই ফ্লাইওভারের প্রায় চার কিলোমিটার অংশে কিছু নকশা পরিবর্তন ও অতিরিক্ত কাজের জন্য ১০৮ কোটি ৪০ লাখ টাকা বাড়িয়ে ৪৫২ কোটি টাকা করা হয়েছে।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই বাড়তি ব্যয় অনুমোদন করা হয়। এর আগে দুই দফায় প্রকল্প ব্যয় ২৭১ কোটি টাকা বাড়ানো হয়েছিল।

এছাড়াও রেলওয়ের কালুখালি -ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় ২২৩ কোটি ২১ লাখ টাকা বাড়ানো হয়।

এছাড়া কমিটি মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পসহ মোট ১৪টি প্রস্তাব অনুমোদন করে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ