হত্যা মামলায় দুইজনের ফাঁসি
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার
| দুপুর ০১:৩৩
ঢাকা বিভাগ
ই-বার্তা।। গাজীপুরের কাপাসিয়ায় গ্রিল ওয়ার্কশপ মিস্ত্রী উজ্জ্বল হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত উজ্জ্বল চন্দ্র মনিদাস কাপাসিয়ার তরগাঁও গ্রামের অর্জন চন্দ্র মনিদাসের ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাপাসিয়ার তরগাঁও মধ্যপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. শাকিল, একই গ্রামের ঋষিপাড়ার যোগেষ চন্দ্র মল্লিকের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস। অপর আসামি ভবতোষ মল্লিককে বেকসুর খালাস দিয়েছে আদালত।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হারিছ উদ্দিন আহমদ জানান, গত বছরের ১৭ নভেম্বর গ্রিল ওয়ার্কশপের মিস্ত্রী উজ্জ্বল চন্দ্র মনিদাস তরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের ঘটনার দুই দিন পর অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে স্বজনরা মেডিকেলে গিয়ে উজ্জ্বলের মরদেহ শনাক্ত করেন।
গত বছরের ১৯ নভেম্বর নিহতের বাবা উত্তম চন্দ্র মনিদাস কাপাসিয়া থানায় শাকিল ও সঞ্জীবন চন্দ্র মনিদাসের নামে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিছ উদ্দিন আহমদ। আসামিপক্ষে ছিলেন মো. নূরুল আমিন ও মিয়া মোহাম্মদ আব্দুস সাত্তার।
আগের খবর বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
পরবর্তী খবর ডোপ টেস্টে সাত পুলিশের দুইজন মাদকাসক্ত