সারাদেশে আজ থেকে আয়কর মেলা


ই-বার্তা প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০১:৫১ অন্যান্য

ই-বার্তা ।। আয়কর মেলা রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে আয়কর মেলা।

মেলার প্রতিটি বুথের সামনে বুধবার সকাল থেকেই করদাতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। করদাতাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন রাজস্ব কর্মকর্তারা। অনেকেই দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে রিটার্ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন। মেলায় শুধু ব্যক্তিশ্রেণির করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। মেলায় নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বুথ রাখা হয়েছে। আছে ই-টিআইএন বুথ, যেখান থেকে নতুন করদাতারা রেজিস্ট্রেশন ও পুরনো করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্ন জমা নেয়া হবে। মেলার পাশাপাশি অনলাইনেও কর জমা দেয়া যাচ্ছে। আয়কর মেলা বিভাগীয় শহরগুলোতে ৭ দিন, জেলা শহরে ৪ দিন ও উপজেলা শহরে ২ দিন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ