দেশে প্রতি ১০ মিনিটে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হন


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:৫৬ অন্যান্য

ই-বার্তা ।। বাংলাদেশের নারী ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারে। এবং চমকে দেওয়ার মত তথ্য হল প্রতি দশ মিনিটে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

গত রবিবার রাজধানীর উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) প্রাঙ্গণে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এএমসিজিএইচ এ আলোচনা সভার আয়োজন করে।

এএমসিজিএইচ-এর মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে দেশের মোট জনসংখ্যার ১ লাখ ৪০ হাজার নতুন ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয়। তার মধ্যে ৪১ হাজার নারী ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেক মারা যান। এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে, দেশের স্তন ক্যান্সারের হার দিন দিন বেড়ে চলেছে।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ