সাভারে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি, আটক ২৮


ই-বার্তা প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:১৭ ঢাকা বিভাগ

ই-বার্তা ।। যাত্রীবেশে বাসে ওঠা একটি ডাকাত দলের সঙ্গে ঢাকার সাভারে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ডাকাত দল অবস্থান করছে বলে খবর পাই। পরে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম নবীনগরে অবস্থান নিয়ে বাসটির গতিরোধের চেষ্টা করে। এ সময় বাসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত দলকে আটকে ফেলে পুলিশ। পরে বাস থেকে ২৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র এবং হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ