গলা কেটে ইউপি সদস্যের ছেলেকে হত্যা
ই-বার্তা
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:৩৭
অপরাধ
ই-বার্তা ।। নাটোর শহরের কান্দিভিটা মহল্লায় সদর উপজেলার পিপরুল ইউপি নারী সদস্য মমতাজ বেগম ছেলে অঙ্গন ইসলামকে (২০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নাটোর শহরের কান্দিভিটা মহল্লায় নানা খাদেমুল ইসলামের বাড়িতে থাকতেন অঙ্গন। এলাকায় তিনি যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং সাথে সাথে শহরের একটি জুতার দোকানে কাজ করতেন।
এলাকাবাসী জানায়, গতকাল রাত ১০টার দিকে শহরের সানু শু স্টোরে কাজ শেষে অঙ্গন নানার বাড়িতে ফিরছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার দিকে কান্দিভিটা মসজিদের পাশের একটি ফাঁকা জায়গায় রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর শরীরের ঘাড়, মুখমণ্ডল, কান ও চোয়ালেও গভীর জখম ছিল।
এ ঘটনায় গভীর রাতে দুজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন কান্দিভিটা মহল্লার মোজাহার আলী (৫০) ও সবুজ আলী (২০)।
আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান আটকের বিষয়টি অস্বীকার করেন। এ ঘটনায় সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি বলে জানান তিনি।
নিহত ওই তরুণের প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি মেয়ের সঙ্গে সম্পর্কের জের ধরে নিহত তরুণের সঙ্গে স্থানীয় কিছু লোকের গোলমাল চলছিল। এর জের ধরে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওই তরুণকে যুবলীগের কর্মকাণ্ডে দেখা যেত বলেও জানান তাঁরা।
শহর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন জানান, ওই তরুণের কোনো পদ–পদবি ছিল না। তবে দলীয় কর্মকাণ্ডে মাঝেমধ্যে যোগ দিতেন।
আগের খবর মাটির নিচে দেড় কোটি টাকার ইয়াবা
পরবর্তী খবর ডাকাতের হাতে তিনজনের মৃত্যু