দায়েশের অবস্থানে রাশিয়ার বিমান হামলা


ই-বার্তা প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সকাল ১০:১৭ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। সিরিয়ার সীমান্তবর্তী দেইর আয-যোর প্রদেশের বুকামাল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে তোপোলভ টিইউ-২২এম৩ দূর পাল্লার কৌশলগত বিমান থেকে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। শহরটি সম্প্রতি মুক্ত করেছিল সিরিয়ার সেনাবাহিনী ও মিত্র যোদ্ধারা কিন্তু সন্ত্রাসীরা তার বিরাট অংশ আবার দখল করে নিয়েছে।

বোমা হামলা প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ঘাঁটি থেকে ছয়টি বিমান উড়ে ইরান ও ইরাকের উপর দিয়ে গিয়ে সিরিয়ায় দায়েশের অবস্থানে হামলা চালায়। এসব বিমান দায়েশের দূর্গ, জনশক্তি, অস্ত্র গুদাম ও সাঁজোয়া যানের ওপর বোমা ফেলে।

বিবৃতিতে বলা হয়েছে, স্যাটেলাইট ও নজরদারি ড্রোন থেকে নিশ্চিত করা হয়েছে যে, বোমা হামলায় দায়েশ সন্ত্রাসীদের সমস্ত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। দুর পাল্লার কৌশলগত বিমানগুলো সিরিয়ার ভূখণ্ডে পৌঁছালে লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটি থেকে সুখোই-৩০এসএম যুদ্ধবিমান কৌশলগত বিমানগুলোকে এস্কর্ট দেয় এবং বোমা হামলা শেষে সেগুলো নিরাপদে রাশিয়ার ঘাঁটিতে ফিরে যায়।
সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ