সাপের বিষ সহ আটক পাঁচজন


ই-বার্তা প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৫৬ অপরাধ

ই-বার্তা প্রতিবেদক।। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার ও প্রধান আবদুল বাতেন জানান, রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মো. আবু হানিফ ওরফে চেয়ারম্যান, মো. আফছার আলী, মো. নজরুল ইসলাম, মো. মুক্তার হোসেন, মো. রহিচ উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে সাপের বিষ রাখার মতো ছয়টি কাচের পাত্র পাওয়া যায়।
আবদুল বাতেন বলেন, চক্রটি দাবি করছে ছয়টি পাত্রে ৫০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ আছে। তবে সেগুলো আসলেই বিষ কি না তা পরীক্ষার জন্য সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ