ঘুমের ব্যাঘাত হওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা
ই-বার্তা
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার
| দুপুর ১২:২৬
ঢাকা বিভাগ
ই-বার্তা ।। ফরিদপুরের সালথা উপজেলায় ঘুমের ব্যাঘাত ঘটায় বাবা ওয়াহেদ মোল্লাকে (৭৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছেলে কালু মোল্লাকে (২৮) আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, বাবা ওয়াহেদ ভিক্ষা করে ঘরে ফিরে রাতের খাবার খেয়ে ছেলের সঙ্গে এক ঘরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ওয়াহেদের ঘরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন। ছেলে কালু মোল্লা মাদকাসক্ত ছিলেন বলেও জানান তারা।
তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ছেলে কালুকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ছেলে কালু জানায়, রাতে বাবা ওয়াহেদ তিন-চারবার শৌচাগারে যান। এতে কালুর ঘুমের ব্যাঘাত ঘটে। একপর্যায়ে কালু ক্ষুব্ধ হয়ে বাবার গলা চেপে ধরেন। এর পর তার গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পরবর্তী খবর প্রধান শিক্ষক নেই ২৪৬ প্রাথমিক বিদ্যালয়ে