বিদ্যুৎ ও জ্বালানি খাতে পিছিয়ে বাংলাদেশ
ই-বার্তা
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০১৭, বুধবার
| দুপুর ০১:৩৭
অন্যান্য
ই-বার্তা ।। বাংলাদেশ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতিতে সবচেয়ে পিছিয়ে। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন বিষয়ে প্রকাশিত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে শহরাঞ্চলে যে যে পরিমাণ বিদ্যুত সু্বিধা পায় গ্রামাঞ্চল সেই তুলনায় অনেক কম সুবিধা পায়। এ রিপোর্ট প্রকাশ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলসায়তনে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সেই সম্মেলনে আরো বলা হয় গ্রাম এবং শহরের মধ্যে একটা ডিভিশন রয়েছে। শহরের মানুষ বিদ্যুৎ যতটা সরবরাহ পাচ্ছে গ্রামের মানুষ ততটা পাচ্ছে না। অথচ আমরা জানি যে স্বল্পোন্নত দেশগুলো, যেমন বাংলাদেশের মত দেশগুলো কৃষিখাত আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জ্বালানি না থাকে তাহলে কৃষি উৎপাদন ব্যহত হবে। যেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে, আমাদের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।