এই ছবি সব গুজবের অবসান ঘটাবে
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৫৯
অন্যান্য
ই-বার্তা ।। ঢাকা সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবিনা হক চিকিৎসাধীন রয়েছেন। সেখানে বসেই বুধবার তিনি তার ফেসবুকে প্রধানমন্ত্রীর একটি ছবি পোষ্ট করেন। ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী একটি শিশুকে কোলে নিয়ে সোফায় বসে আছেন। প্রধানমন্ত্রী ঘুমন্ত শিশুটির দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে আছেন। এদিকে, পোষ্টের শেষ লাইনে রুবিনা হক লিখেছেন, আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।
রুবিনা হকের পোষ্টটি দেয়া হল:-
‘আপার কোলে আমাদের নাতি লেইথ। ছবি পোস্ট করতে আমি সাধারণত সংকোচ বোধ করি, কিন্তু এই ছবিটি আমাকে শেয়ার করতেই হলো। বিশেষত, যখন আনিসকে ঘিরে বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে।’
এটি খুবই দুঃখজনক, কোনো কোনো মহল মিথ্যা সংবাদ ছড়িয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী শুধু লন্ডনে আমাদের সঙ্গে দেখাই করেননি, ক’দিন আগে আমি ঢাকায়
গিয়েও তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই দুঃসময়ে তিনি যে অসামান্য সহযোগিতা দিয়েছেন, তাতে তার প্রতি আমাদের পরিবার চিরকৃতজ্ঞ ও ঋণী। আশা করি, এই ছবি সব গুজবের অবসান ঘটাবে।
আনিসুল হককে নিয়ে প্রচারণা নেতিবাচক ও বিভ্রান্তিকর জানিয়ে বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়। যেখানে বলা হয়, কোনো কোনো সামাজিক গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের নেতিবাচক প্রচারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।