বাংলাদেশে রোহিঙ্গা এসেছে ৮ লাখেরও বেশি


ই-বার্তা প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৪৭ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। রাখাইন রাজ্যে ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর পেরিয়ে গেছে তিন মাস। এই সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৮ লাখ ২৭ হাজার রোহিঙ্গা। বাংলাদেশ শরণার্থীদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিতে আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থাগুলোতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়। অবশেষে বৃহস্পতিবার সই হলো সমঝোতা স্মারক।

মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয় সত্তরের দশকে। চার দশক ধরে প্রায় চার লাখ রোহিঙ্গা সীমানা অতিক্রম করে প্রবেশ করেন বাংলাদেশে।

কিন্তু এবারের সহিংসতা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। ২৫ আগষ্ট মিয়ানমারে সেনা অভিযানে বাংলাদেশ সীমান্তে নতুন করে আসতে শুরু করে রোহিঙ্গারা। প্রথম আট দিনেই প্রবেশ করেন প্রায় ৬০ হাজার শরণার্থী। তিন মাসে পালিয়ে এসেছেন ৬ লাখেরও বেশি রোহিঙ্গা।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ