ফের বাড়লো বিদ্যুতের দাম
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৫:৩৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দাম কার্যকর হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসি এর চেয়ারম্যান মনোয়ার ইসলাম। এর আগে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কয়েকদফা গণশুনানির পর নতুন দফায় বিদ্যুতের এই দাম বাড়ল কেবল খুচরা পর্যায়ে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে গড়ে ৫ শতাংশের মতো দাম বাড়বে। তবে পাইকারি ক্ষেত্রে দাম বাড়বে না। পাইকারি ক্ষেত্রে দাম না বাড়ার কারণ, সরকার সেখানে ভর্তুকি দেবে। তাতে বছরে ৩৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।
পরবর্তী খবর বাংলাদেশে রোহিঙ্গা এসেছে ৮ লাখেরও বেশি