আরো ২ বিমানবাহী রণতরী মোতায়েন করবে যুক্তরাষ্ট্র


ই-বার্তা প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০১৭, বুধবার  | সকাল ১০:৫৬ আমেরিকা

মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভেনসনকে কোরিয় উপসাগরের কাছে মোতায়েনে নির্দেশ দেয়া হয়েছে। আমেরিকা কোরিয় উপদ্বীপের কাছে আরো দুই বিমানবাহী রণতরী পাঠাবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির লাগাম টানার এবং দেশটির নেতা কিম জং-উনকে সংযত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করার পর এ খবর প্রকাশিত হলো।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়েছে যে এ মোতায়েনকে জোরদার করতে বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান এবং ইউএসএস নিমিতজকে আগামী সপ্তাহে জাপান সাগরে পাঠানো হবে।

বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান বর্তমানে জাপানের ইকোসুকাতে রয়েছে। অন্যদিকে মোতায়েনের আগে ওরেগন অঙ্গরাজ্যে ইউএসএস নিমিতজের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

কার্ল ভিনসনের মতোই উভয় বিমানবাহী রণতরী লম্বায় এক হাজার ফুটের বেশি এবং ৯০টির বেশি করে বিমান বহন করতে পারে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ