ট্রাম্প এর আয়কর বিবরণী দেখার জন্য বিক্ষোভ
ই-র্বাতা
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০১৭, রবিবার
| দুপুর ০২:৫৯
আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর হিসাব প্রকাশের দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে। দেশের ১৫০টিরও বেশি স্থানে বিক্ষোভ আয়োজনের কথা জানিয়েছেনআয়োজকরা।
বিক্ষোভকারীরা জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আয়-ব্যয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেতেই তাদের এ কর্মসূচি। রাশিয়াসহ যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো পক্ষের সঙ্গে তার আর্থিক যোগাযোগ আছে কি-না তাও নিশ্চিত হতে চাইছেন।
বিক্ষোভে ট্রাম্প সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিরোধীদের। ক্যালিফর্নিয়ার বার্কলেতে সংঘর্ষের সময় আহত হয় কয়েকজন। সংঘাত ছড়ানোর অভিযোগে অন্তত ১৪ জনকে আটক করেছে পুলিশ।
আগের খবর বোমা মেরে গর্বিত ট্রাম্প
পরবর্তী খবর আরো ২ বিমানবাহী রণতরী মোতায়েন করবে যুক্তরাষ্ট্র