বিপিএলের অনুশীলনের মাঝেই অনুমতি ছাড়া মাঠে হেলিকপ্টার
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:৫৭
ক্রিকেট
ই-বার্তা ।। মাঠে তখন চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্বের ঢাকা ডায়নামাইটসের অনুশীলন। মাঠে অনুশীলনে বেস্ত ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান, পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির সহ আর অনেক ক্রিকেটাররা। এমন সময় হঠাৎ করেই আকাশ কাঁপিয়ে দুটি হেলিকপ্টার নেমে এলো মাঠের মাধ্যেই। এমন ঘটনায় থমকে যান সকল ক্রিকেটাররা এবং নিরাপত্তাকর্মীরা।
ঘটনাটি ঘটে গতকাল রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। নিরাপত্তাকর্মীরাও চমকে যান এই ঘটনায়। হেলিকপ্টার মাটি ছোঁয়ার সাথে সাথেই নিরাপত্তাকর্মীরা ছুটে যান। এভাবে না জানিয়ে অনুশীলন চলাকালে হেলিকপ্টার আনার কারন জানতে চান তারা। পরে জানা যায়, কপ্টার দুটি বসুন্ধরা গ্রুপের।
হেলিকপ্টারের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আশরাফ এবং ক্যাপ্টেন মোস্তাফিজ এবং তারা বলেন, আমাদের বলা হয়েছিল এই সময় অনুশীলন নেই। তাই ঢুকে পড়েছি। আসলে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।
তবে এভাবে অনুমতি ছাড়া অনুশীলনের সময় হেলিকপ্টার অবতরণ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাকর্মীরা বিব্রত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, দশ মিনিট ধরে বলছি তারা কপ্টার বন্ধ করছেন না। পাইলটরা বলেছেন তারা নাকি রংপুর রাইডার্সের মালিককে নিতে এসেছেন। অদ্ভুত ব্যাপার। বলা নেই কওয়া নেই অনুমতি ছাড়া মাঠে কপ্টার ঢুকিয়ে দিয়েছে। কিছু হলে তো আমাদেরই জবাব দিতে হতো।
আগের খবর জমে উঠেছে মর্যাদার অ্যাশেজ
পরবর্তী খবর অ্যাশেজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া