অ্যাশেজে ১-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ই-বার্তা
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৭, সোমবার
| বিকাল ০৩:৪২
ক্রিকেট
ই-বার্তা ।। অস্ট্রেলিয়া অ্যাশেজ পুনরুদ্ধার মিশনের শুরুটা দারুণভাবে করেছে। অধিনায়ক স্টিভেন স্মিথের দুর্দান্ত নৈপুণ্যে প্রথম ম্যাচেই পেয়েছে ১০ উইকেটের বড় জয়। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে হাড্ডাহাড্ডি লড়াই-ই চালিয়েছিল। ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড সংগ্রহ করেছিল ৩০২ রান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। খেলেছিলেন ১৪১ রানের অপরাজিত ইনিংস। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছিল ৩২৮ রান।
২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ভালো ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। দুই পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্পিনার নাথান লায়নের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১৯৫ রানে। অস্ট্রেলিয়ার তিন বোলারই নিয়েছেন তিনটি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের কোনো সুযোগই দেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। ১৭৩ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তাঁরা। ৮২ রান এসেছে ব্যানক্রফটের ব্যাট থেকে। আর ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১১৯ বলে ৮৭ রান করে অপরাজিত ছিলেন ওয়ার্নার।
আগামী ২ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট।
পরবর্তী খবর উড়তি অলরাউন্ডার আফিফের চমক